জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়: ডা. তাহের

6 days ago 11

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। থাকবে না শোসন, বঞ্চনা ও প্রতিহিংসা। সংবিধানের আলোকে সবাইকে অধিকার দেওয়া হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকলো না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল-সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হলো শোষণ ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। ৫ আগস্ট ধরে রাখতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সব বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের এ নেতার বলেন, আপনারা যদি ভালো হয়ে যেতে যান, তাহলে আমাদের সব সহযোগিতা থাকবে। আর যদি আবারও স্বৈরাচারী কায়দায় মেতে ওঠার চেষ্টা করেন, সে পরিণাম ভালো হবে না।

এসময় দলীয় নেতাকর্মীদের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো ওত পেতে রয়েছে।

পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর বাবা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

Read Entire Article