‘জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজির মূলোৎপাটন করবে’

3 hours ago 6

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবার জন্য সুশাসন কায়েম করবে। চাঁদাবাজি, সন্ত্রাস আর দুর্নীতির মূলোৎপাটন করবে। সেবা পৌঁছে দেওয়া হবে জনগণের দোরগোড়ায়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ৫ আগস্ট তরুণ প্রজন্মের সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা হারিয়ে যেতে দেওয়া যাবে না। 

হামিদুর রহমান বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের ভোট ডাকাতি, টাকা পাচার, গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের যেমন চায় না, তেমনি নতুন কেউ ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনায় আসুক সেটিও চায় না।

তিনি বলেন, বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীনের আন্দোলনের জন্য ২০২৫ সাল টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকিয়ে আছে সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কিনা, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।

Read Entire Article