জামায়াত নেতা বহিষ্কার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জানা গেছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ময়মনসিংহ জেলা শাখা ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর হতে অদ্যবদি পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে দলীয় শৃঙ্খলা অব্যাহত রেখেছে। আগামীতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপসহীন থাকবে।’ এ ব্যাপারে অধ্যাপক জসিম উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে কেটে দেন তিনি। জেলা জামায়াতে আমির আব্দুল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনের রুক

জামায়াত নেতা বহিষ্কার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জানা গেছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ময়মনসিংহ জেলা শাখা ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে।

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর হতে অদ্যবদি পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে দলীয় শৃঙ্খলা অব্যাহত রেখেছে। আগামীতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপসহীন থাকবে।’

এ ব্যাপারে অধ্যাপক জসিম উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে কেটে দেন তিনি।

জেলা জামায়াতে আমির আব্দুল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করেছেন এবং তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছেন। সাংগঠনিক নিয়মনীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow