জামায়াত নেতাদের সমালোচনায় ইবি শিবির নেতার পোস্ট, চাপে পড়ে ডিলিট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ‘নিচু মনমানসিকতা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের নেতা ওয়ায়েস কুরুনী। তিনি শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক শাখা ব্যতিক্রম-এর পরিচালক। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে জামায়াতের সমালোচনা করে তিনি পোস্টটি করেন। এরপর পোস্টটি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে ঝিনাইদহ জেলা ও ইবি শাখা শিবির নেতাদের চাপে পড়ে তা মুছে ফেলেন তিনি। ওয়ায়েস কুরুনী তার পোস্টে লিখেছিলেন—“বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মী ও সমর্থক এত নিচু মনমানসিকতার অধিকারী তা আজ প্রত্যক্ষ করলাম। তাদের এই নিচু আচরণ ও ঔদ্ধত্যের কারণে সংগঠনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদর্শিক দলের কর্মীদের আচরণ আর সাধারণ মানুষের আচরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া এখন কঠিন।” এছাড়াও তিনি লেখেন, “কার কথা বলব? একটি নিকৃষ্ট ঘটনার কথা জেলার সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিকে জানালে তিনি বলেন, কর্মীদের আচরণের কোনো দায় তিনি নেবেন না। জামায়াত নেতাদের উচিত এসব ‘আগাছা’ পরিষ্কার করে সংগঠন রক্ষা করা, নয়তো সংগঠন ক্ষতিগ্রস্ত হতে থাকবে।” এ বিষয়ে শিবির নেতা ওয়ায়েস কুরুনীর স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ‘নিচু মনমানসিকতা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের নেতা ওয়ায়েস কুরুনী। তিনি শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক শাখা ব্যতিক্রম-এর পরিচালক। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে জামায়াতের সমালোচনা করে তিনি পোস্টটি করেন। এরপর পোস্টটি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে ঝিনাইদহ জেলা ও ইবি শাখা শিবির নেতাদের চাপে পড়ে তা মুছে ফেলেন তিনি।
ওয়ায়েস কুরুনী তার পোস্টে লিখেছিলেন—“বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মী ও সমর্থক এত নিচু মনমানসিকতার অধিকারী তা আজ প্রত্যক্ষ করলাম। তাদের এই নিচু আচরণ ও ঔদ্ধত্যের কারণে সংগঠনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদর্শিক দলের কর্মীদের আচরণ আর সাধারণ মানুষের আচরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া এখন কঠিন।”
এছাড়াও তিনি লেখেন, “কার কথা বলব? একটি নিকৃষ্ট ঘটনার কথা জেলার সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিকে জানালে তিনি বলেন, কর্মীদের আচরণের কোনো দায় তিনি নেবেন না। জামায়াত নেতাদের উচিত এসব ‘আগাছা’ পরিষ্কার করে সংগঠন রক্ষা করা, নয়তো সংগঠন ক্ষতিগ্রস্ত হতে থাকবে।”
এ বিষয়ে শিবির নেতা ওয়ায়েস কুরুনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজিত একটি অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম’কে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠান পরিবেশনের জন্য ইউনিয়ন জামায়াত নেতাদের সঙ্গে আমাদের ২০ হাজার টাকার চুক্তি হয়।
কিন্তু অনুষ্ঠানে প্রত্যাশার চেয়ে লোক সমাগম কম হওয়ায় আয়োজকেরা জানান, ‘আজকে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহের আরেকদিন করা হবে।’ পরবর্তীতে ওই অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেওয়া হবে। এতে ব্যতিক্রমের শিল্পীরা আপত্তি জানান এবং প্রাপ্য ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে আমাদের সঙ্গে ইউনিয়ন জামায়াতের কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। পরে তারা ২০ হাজারের বদলে গাড়ি ভাড়া বাবদ মাত্র ৪ হাজার টাকা দিতে চান। এমনকি ৪ হাজার না নিলে শিল্পীদের সে জায়গায় বসে থাকার কথা বলেন। এ ঘটনার ক্ষোভ থেকেই আমি পোস্টটি দিয়েছি।
পোস্ট ডিলিটের বিষয়ে তিনি বলেন, “পোস্ট দেওয়ার পর অনেক জেলা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতারা পোস্টটি মুছে ফেলতে বলেন। তাই তাদের পরামর্শে ডিলিট করেছি।”
অন্যদিকে অনুষ্ঠানের আয়োজক এবং হরিনাকুণ্ডু উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি কামরুল হাসান বলেন, “ব্যতিক্রমের শিল্পী ও আমরা একই সংগঠনের মানুষ। ওই লোকসমাগম কম থাকায় প্রোগ্রাম স্থগিত করা হয়। পরে চুক্তিবদ্ধ টাকা নিয়ে ব্যতিক্রম ও ইউনিয়ন জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আয়োজক হলেও অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারিনি। আমরা বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করছি।”
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
What's Your Reaction?