জামায়াত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

3 hours ago 7

যশোরের মনিরামপুরে জামায়াত নেতার গাড়িভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেন।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু কালবেলাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে দুজনকে বহিষ্কার করা হয়েছে। দলের কঠোর নির্দেশনা রয়েছে। কেউ দলীয় শৃঙ্খলাবিরুদ্ধ কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) গাড়িভর্তি মাছ লুট করার অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যর মাছ ভেবেই সেগুলো লুট করে বাজারে বিক্রি করে। পরদিন রোববার (১৯ জানুয়ারি) সিসিটিভির ফুটেজ দেখে মাছ লুটের ঘটনায় জড়িত থাকা দুজনকে চিহ্নিত করা হয়। পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে মালিকপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়।

Read Entire Article