জামায়াত প্রার্থী তালাবদ্ধ, মনোনয়ন প্রত্যাহার করতে দেবেন না কর্মীরা

মনোনয়ন প্রত্যাহার করতে যাওয়ার পথে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেনকে কর্মী-সমর্থকরা জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার পর হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় একটি বাড়িতে নিয়ে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রশিবির নেতা দাবি করেছেন। কর্মী-সমর্থকদের দাবি, ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী এলডিপির নেয়ামুল বশিরকে সরিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তবে জিম্মি অবস্থায় থাকলেও চাঁদপুর-৫ আসনের জামায়াত প্রার্থী মাওলানা আবুল হোসেনের স্বাক্ষর করা মনোনয়ন প্রত্যাহারপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেন তার কয়েকজন কর্মী। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে জেলার পাঁচটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। জেলা রিটার্নিং অফিসারের সহকারী কমিশনার বিশাল দাস বলেন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমেদ এবং জাকের পার্টির

জামায়াত প্রার্থী তালাবদ্ধ, মনোনয়ন প্রত্যাহার করতে দেবেন না কর্মীরা

মনোনয়ন প্রত্যাহার করতে যাওয়ার পথে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেনকে কর্মী-সমর্থকরা জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার পর হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় একটি বাড়িতে নিয়ে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রশিবির নেতা দাবি করেছেন।

কর্মী-সমর্থকদের দাবি, ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী এলডিপির নেয়ামুল বশিরকে সরিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

তবে জিম্মি অবস্থায় থাকলেও চাঁদপুর-৫ আসনের জামায়াত প্রার্থী মাওলানা আবুল হোসেনের স্বাক্ষর করা মনোনয়ন প্রত্যাহারপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেন তার কয়েকজন কর্মী।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে জেলার পাঁচটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

জেলা রিটার্নিং অফিসারের সহকারী কমিশনার বিশাল দাস বলেন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমেদ এবং জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম সশরীরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে এবি পার্টির প্রার্থী রাশেদা আক্তারও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এদিকে জামায়াত ও এলডিপি প্রার্থীদের বিষয়টি জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী থাকার কারণে চাঁদপুর-১ ও চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow