জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ জনের জামিন

2 months ago 34

বান্দরবানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ সদস্যকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- বরিশাল কোতোয়ালি এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালী মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ (২৭), পটুয়াখালী দশমিনা এলাকার শামীম হোসেন (২৬), মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ (২৪), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা (২২), মাগুরা বালিদিয়া এলাকার মো. আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার মো. দিদার হোসেন (২৫), চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মো. ইমরান হোসেন (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। সোমবার আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জনকে জামিন দিয়েছেন আদালত।

আরও জানা গেছে, গত ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কথিত হিজরতের নামে জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে বান্দরবান ও রাঙ্গামাটি জেলার গহিন অরণ্যে প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রায় ৫৫ জন যুবক নিখোঁজ হয়। তাদের মধ্যে ২৮ জনকে জঙ্গি সন্দেহে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার করেন।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) জয়নাল আবেদিন ভূঁইয়া কালবেলাকে বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বর ৪টি মামলায় একই সংগঠনটির ২৮ সদস্যকে জামিন দেওয়ার পর জামিনের শর্ত ভঙ্গের কারণে জামিন বাতিল করেছিল আদালত।

Read Entire Article