নিষিদ্ধ পল্লী থেকে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4 hours ago 2

রাজবাড়ীর গোয়ালন্দের যৌনপল্লী থেকে একটি বিদেশি পিস্তল-গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ও রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি।

জানা যায়, আবুল হাসেম সুজন ২০১৮ সালে সংবাদ সম্মেলন করে যুবদল থেকে পদত্যাগ করেন। পরে তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানার সাব-ইন্সপেক্টর মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভেতরে এক কক্ষ থেকে আবুল হাসেম সুজনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করে। 

ওসি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read Entire Article