জামিন নিতে এসে কারাগারে গেলেন আ’লীগের দুই নেতা

3 months ago 14

জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতা।

মঙ্গলবার (২২ মে) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম (৩৬) এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী রতন।

জয়পুরহাট জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহিনুর রহমান বলেন, মশিউর রহমান শামীম এবং নুরুন্নবী চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিশাল মেহেদী হত্যা ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তারা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জয়পুরহাট আদালতে হা‌জির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আল মামুন/এএইচ/জিকেএস

Read Entire Article