জার্মান কালচারাল সেন্টারে তিন ছবির প্রদর্শনী

3 months ago 14

‘সিনে সন্ধ্যা’ নামে আয়োজনটির আসছে আসরে বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে গোলাম রাব্বানী পরিচালিত ‌‘ছুরত’ এবং ‌‘আনটাং’ সিনেমার। ঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে ১৮ মে রোববার সন্ধ্যা ৭টায় ছবি দুটির প্রদর্শনী হবে।

একইদিনে এই আয়োজনে প্রদর্শিত হবে জার্মান নির্মাতা অনিকা ডেকারের ‌‘লিভসডিংস’ চলচ্চিত্রটি।

‘ছুরত’ এবং ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।

এর আগে ‘আনটাং’ ছবিটি অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘ছুরত’।

মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’। আর মানুষের বহুরূপী সত্ত্বার গল্প নিয়ে ২০২৩ সালে নির্মিত হয় ‌‘ছুরত’।

গোলাম রাব্বানীর পরিচালনায় ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামে আরও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।

এমআই/এলআইএ/জেআইএম

Read Entire Article