জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

14 hours ago 5

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সামিটের সাইডলাইনে তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠকে বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়:- অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। উভয় নেতা আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এর আগে চার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট সম্মেলনে যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। আজ স্থানীয় সময় বিকেল ৫ টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এসময় সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

এমইউ/এমএএইচ/এমএস

Read Entire Article