জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর

জার্মানিতে বড়দিনের ছুটির সময়কে কাজে লাগিয়ে চোরেরা একটি ব্যাংকের ভল্টে ড্রিল করে ঢুকে গ্রাহকদের ডিপোজিট বক্স থেকে অন্তত এক কোটি ইউরো মূল্যের অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানায়, পশ্চিম জার্মানির গেলসেনকির্শেন শহরে অবস্থিত স্পারকাসে ব্যাংকের একটি শাখার মোটা কংক্রিটের দেয়ালে ছিদ্র করে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর তারা কয়েক হাজার সেফ ডিপোজিট বক্স ভেঙে কয়েক কোটি ইউরো মূল্যের অর্থ ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয়। জার্মানিতে ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে বড়দিন উপলক্ষে অধিকাংশ দোকান ও ব্যাংক বন্ধ থাকে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে একটি ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ ঘটনাটি জানতে পারে এবং তখনই ব্যাংকের দেয়ালে করা ছিদ্রটি তাদের নজরে আসে। মঙ্গলবার ব্যাংকের সামনে জড়ো হন বহু ক্ষুব্ধ গ্রাহক। তারা উচ্চস্বরে আমাদের ভেতরে ঢুকতে দিন বলে স্লোগান দিতে থাকেন। ব্যাংকের সামনে অপেক্ষারত এক ব্যক্তি বলেন, গত রাতে আমি ঘুমোতে পারিনি। আমাদের কোনো তথ্যই দেওয়া হচ্ছে না। তিনি জানান, গত ২৫ বছর ধরে ওই সেফ ডিপোজিট বক্স ব্যবহার করছিলেন এবং সেখানে তার বা

জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর

জার্মানিতে বড়দিনের ছুটির সময়কে কাজে লাগিয়ে চোরেরা একটি ব্যাংকের ভল্টে ড্রিল করে ঢুকে গ্রাহকদের ডিপোজিট বক্স থেকে অন্তত এক কোটি ইউরো মূল্যের অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, পশ্চিম জার্মানির গেলসেনকির্শেন শহরে অবস্থিত স্পারকাসে ব্যাংকের একটি শাখার মোটা কংক্রিটের দেয়ালে ছিদ্র করে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর তারা কয়েক হাজার সেফ ডিপোজিট বক্স ভেঙে কয়েক কোটি ইউরো মূল্যের অর্থ ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয়।

জার্মানিতে ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে বড়দিন উপলক্ষে অধিকাংশ দোকান ও ব্যাংক বন্ধ থাকে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে একটি ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ ঘটনাটি জানতে পারে এবং তখনই ব্যাংকের দেয়ালে করা ছিদ্রটি তাদের নজরে আসে।

মঙ্গলবার ব্যাংকের সামনে জড়ো হন বহু ক্ষুব্ধ গ্রাহক। তারা উচ্চস্বরে আমাদের ভেতরে ঢুকতে দিন বলে স্লোগান দিতে থাকেন।

ব্যাংকের সামনে অপেক্ষারত এক ব্যক্তি বলেন, গত রাতে আমি ঘুমোতে পারিনি। আমাদের কোনো তথ্যই দেওয়া হচ্ছে না। তিনি জানান, গত ২৫ বছর ধরে ওই সেফ ডিপোজিট বক্স ব্যবহার করছিলেন এবং সেখানে তার বার্ধক্যের জন্য সঞ্চিত অর্থ রাখা ছিল।

আরেক ব্যক্তি বলেন, তিনি তার পরিবারের জন্য নগদ অর্থ ও গয়না সংরক্ষণের কাজে ওই ডিপোজিট বক্স ব্যবহার করতেন।

গেলসেনকির্শেনের স্পারকাসে ব্যাংকের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীরা শনিবার রাতে পার্শ্ববর্তী একটি পার্কিং গ্যারেজের সিঁড়িতে কয়েকজন ব্যক্তিকে বড় বড় ব্যাগ বহন করতে দেখেছেন।

এছাড়া সোমবার ভোরে ওই গ্যারেজ থেকে মুখোশধারী লোকজনসহ একটি কালো রঙের অডি আরএস ৬ গাড়ি বেরিয়ে যেতে দেখা গেছে বলে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow