জাল টাকায় ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধকে ওমরাহ করাবেন অপু বিশ্বাস

2 months ago 51

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্না করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির নাম রইস উদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা। এ বছর কোরবানির পশুর হাটে নিজের লালনপালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশে।

এরপর বৃহস্পতিবার (৫ জুন) ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন তিনি। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জালনোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। তা তিনি টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন, আমি ওই ভুক্তভোগী রইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি। তাকে আমি আমার নিজ খরচে উমরাহ পালন করাতে চাই।

রইস উদ্দিন কালবেলাকে বলেন, অপু বিশ্বাস আমার মেয়ের মতো। আমি তার এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না। সে আমার সঙ্গে কথা বলেছে। আমার উমরাহ পালনের যা টাকা খরচ হবে সে দেবে বলেছে।

Read Entire Article