নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপের বিষয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

3 hours ago 1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্য কোনো দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে, এমন তথ্য অন্তর্বর্তী সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের কোনো তথ্য নেই। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনই দায়িত্ব পালন করবে।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনই দায়িত্ব পালন করবে।’

ভারত–বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। দুই পক্ষ একমত হলে সম্পর্ক আরও এগোবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে এক দফা চিঠি দেওয়া হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না জানিয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘তিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিক। যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যখন প্রকাশ করবেন এবং তার কোনো সহযোগিতা প্রয়োজন হবে, তখন মন্ত্রণালয় বিষয়টি দেখবে।’

Read Entire Article