দেশের দুর্নীতি কোন পর্যায়ে, জানালেন টিআই চেয়ারম্যান

2 days ago 11
জুলাই গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি বিলীন হয়ে যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। তিনি বলেন, দুর্নীতি এখনো আছে। তবে এটা বেড়েছে নাকি কমেছে, সেটি এখনই বলা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ’র বাংলাদেশ সফর উপলক্ষে টিআইবি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। দেশের দুর্নীতি পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ জানতে চাইলে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, ‘সাবেক (আওয়ামী লীগ) সরকারের শেষের দিকে দুর্নীতি ব্যাপকভাবে বেড়েছিল। গত বছরের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি।’ তিনি আরও বলেন, ‌‘যেসব প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির মামলায় অভিযুক্ত, সেসব মামলা যথাযথ বিচারিক প্রক্রিয়ায় শেষ করতে হবে। যেসব দেশ তা করতে পেরেছে, তারাই দুর্নীতি ধারণা সূচকে নিজেদের স্কোর উন্নত করতে পেরেছে।’ বাংলাদেশ সফরের কারণ জানতে চাইলে টিআই চেয়ারম্যান জানান, তাঁর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফরের আগে তিনি মালদ্বীপ ও শ্রীলঙ্কায় গেছেন। এ সফর শুধু প্রতীকী নয়; এর উদ্দেশ্য দুর্নীতিবিরোধী বৈশ্বিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানো।
Read Entire Article