সিরাজগঞ্জের কামারখন্দে এক হাজার টাকার জাল নোট দিয়ে পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজারের একটি দোকানে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলীর ছেলে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রায়দৌলতপুর বাজারের একটি দোকানে ওই যুবক পান ও সিগারেট নিয়ে এক হাজার টাকার নোট দেন। পরে দোকানদার এক হাজার টাকার নোটটি জাল বুঝতে পারেন। এরপর তিনি অন্য একটি নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেন। কিন্তু সেটিও জাল। পরে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠায়।
ওসি মোখলেসুর রহমান জানান, ওই যুবকের কাছে মোট পাঁচটি এক হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম এ মালেক/এসআর/এএসএম