জাল সনদে চাকরি বাগানো বিভিন্ন মাদরাসার ১৫ শিক্ষকের এমপিও বাতিল করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে এ পর্যন্ত তাদের তোলা বেতন-ভাতাসহ সব টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।
তাছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ অধিদপ্তরে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এসব নির্দেশনার চিঠি মাদরাসাগুলোর প্রধানকে পাঠানো হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) এসব জাল শিক্ষকের তালিকা প্রকাশ করে তাদের এমপিও বাতিলের আদেশ জারি করে অধিদপ্তর।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিবেদন অনুযায়ী- এসব শিক্ষকের সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১৮-এর ১ (গ) এবং (ঙ) অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে এসব শিক্ষকের এমপিওশিট থেকে ইনডেক্স কর্তন করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের ভুয়া সনদধারীর আবেদন পাঠানোর ক্ষেত্রে মাদরাসার প্রধানকে সতর্ক করা হলো। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এসব শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ ও সরকারি কোষাগারে টাকা ফেরত দেওয়ায় কোনো ধরনের শৈথিল্যে প্রতিষ্ঠান প্রধান সম্পূর্ণ রূপে দায়ী থাকবেন।
এমপিও বাতিল হওয়া জাল ১৫ শিক্ষক
গাজীপুরের কাপাসিয়ার টোকনগর দরুল হাদিস আলিম মাদরাসার বাংলার প্রভাষক মো. আশরাফুল আলম, একই প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক রুহুল আমিন, সনমানিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভি হাজেরা, সহকারী মৌলভি তাসলিমা আক্তার, আফসার উদ্দিন আহমদ কারিগরি মহিলা দাখিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক মো. শরিফুজ্জামান।
নরসিংদীর মনোহরদীর জিজেপি ডোয়াইগাঁও রবিউল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মনির হোসেন, একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সোনিয়া আক্তার, শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক মোজাম্মেল হক, জুনিয়র মৌলভি রুমা আক্তার, সহকারী মৌলভি আতিকুর রহমান।
তারাকান্দী টিকিউএএইচ বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নাজমুন নাহার, বাংলার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, জুনিয়র শিক্ষক মো. রাকিবুল, জুনিয়র মৌলভি মো. সাইফুল্লাহ ও বেলাব উপজেলার সুটরিয়া মো. ফজলুল হক খাঁন দাখিল মাদরাসার সহকারী মৌলভি তাজুল ইসলাম।
এএএইচ/এমআইএইচএস