নোয়াখালী হাতিয়ায় বেহুন্দি জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি নিলামে ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের চৌধুরী খালের মাথায় বসানো রাসেদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।
জেলে রাসেদ জানান, প্রতিদিনের মতো আজ সকালেই খালে বসানো জালের মাছ তুলতে যায়। জাল তোলার পর দেখি বিশাল আকৃতির কোরাল। সাধারণত বেহুন্দি জালে আমরা চিংড়িসহ ছোট মাছ পায়। কিন্তু আজ দেখি আল্লাহ আমার ভাগ্যে এটা মিলিয়ে দিয়েছেন। পরে নামার বাজারের নিয়ে ইব্রাহিম মৎস্য আড়তে মাছটি ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি করি।
ইব্রাহিম মৎস্য আড়তের পরিচালক মো. সোহেল বলেন, জেলে রাসেদ মাঝি আমাদের আড়তে মাছটি নিয়ে আসে। ২৭ কেজি ৭শ গ্রাম ওজনের মাছটি ডাকের মাধ্যমে নিলামে ১৫শ টাকা কেজি দরে ৪১ হাজার ৫৫০ টাকায় কিনেছি। ভালো দাম পাব বলে মাছটি কিনেছি। এটি প্যাকেজিং করে ঢাকায় পাঠানো হচ্ছে।
ইব্রাহিম মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম বলেন, নিঝুমদ্বীপের চারপাশে মেঘনা নদীবেষ্টিত। এখানকার জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রায় বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়। তবে খালের মধ্যে বেহুন্দি এতবড় একটি মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার।