জাহাঙ্গীরকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ (আমতলী তালতলী বরগুনা সদর)সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি মার্কার) প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মহিব্বুল্লাহ হারুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় মাওলানা মহিব্বুল্লাহ হারুন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তার এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এস.এম আফজালুর রহমান,জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন,সদর উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান। জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক বলেন, কেন্দ্র থেকে আমাদের ১০ দলীয় শরিকদল দল খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি মার্কার প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন কে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মাওলানা মহিব্বুল্লাহ হারুন বলেন, দেশ ও জাতির স্বার্থে জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি আ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ (আমতলী তালতলী বরগুনা সদর)সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি মার্কার) প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মহিব্বুল্লাহ হারুন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় মাওলানা মহিব্বুল্লাহ হারুন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তার এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এস.এম আফজালুর রহমান,জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন,সদর উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান।
জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক বলেন, কেন্দ্র থেকে আমাদের ১০ দলীয় শরিকদল দল খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি মার্কার প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন কে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাওলানা মহিব্বুল্লাহ হারুন বলেন, দেশ ও জাতির স্বার্থে জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি আনুগত্য প্রদর্শনের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছি।
What's Your Reaction?