বাংলাদেশ নারী ক্রিকেট এখন আলোচনার কেন্দ্রে—খেলার পারফরম্যান্স নয়, বরং দলকে ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের কারণে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ক্রিকেট মহলে বড় ধরনের আলোড়ন তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যাদের ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলেছেন বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর। তার মতে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা অন্যায় এবং অপরাধ প্রমাণের আগেই কাউকে অভিযুক্ত করা অনুচিত।
রোববার (০৯ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। যদি তদন্ত শেষে কোনো অনিয়ম বা অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’
আসিফ আরও বলেন, নারী ক্রিকেটে যে অবস্থানে বাংলাদেশ পৌঁছেছে, সেটি ধরে রাখতে হলে এই ধরনের সমস্যা দ্রুত ও কঠোরভাবে সমাধান করা জরুরি।
‘আমরা বিশ্বাস করি, নারী ক্রিকেট এখন যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা রাখতে হলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে—এবং খুব কঠোরভাবে সমাধান করতে হবে।’
বোর্ডে নতুন দায়িত্ব পাওয়া আসিফ জানালেন, তারা অতীতের বিতর্ক পেছনে ফেলে একটি পরিচ্ছন্ন প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে চান।
‘যেহেতু আমরা বোর্ডে নতুন, দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি যেন কোনো রকম বিতর্ক ছাড়া কাজ করা যায়। অতীতে যা হয়েছে, সেগুলো যেন আর টেনে না আনি—এটাই এখন আমাদের লক্ষ্য।’
বিসিবির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারপতি তারিক উল হাকিম, সঙ্গে আছেন বোর্ড পরিচালক রুবাবা দৌলা এবং নারী ক্রীড়া সমিতির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সব নজর এখন সেই কমিটির প্রতিবেদনের দিকে—যা নির্ধারণ করবে, জাহানারার অভিযোগ কতটা ভিত্তিসম্পন্ন, এবং বাংলাদেশের নারী ক্রিকেট আবার কত দ্রুত মাঠের ভেতরের আলোচনায় ফিরে যেতে পারে।

3 hours ago
3









English (US) ·