জায়গা দখলের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

2 months ago 37

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি এক প্রকৌশলীর জায়গা জোর করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাকে পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২১ নভেম্বর নগরে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে জায়গা জোর করে দখলে নেওয়ার অভিযোগ করেন প্রকৌশলী মশিউর রহমান নামে এক ব্যক্তি। দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে ওই প্রকৌশলীর জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

Read Entire Article