জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৩১ মে) দুপুর ১২টায় শহরের পদ্মা হোটেলের সামনে পিরোজপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে এ কর্মসূচি হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা তৌনিক উল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহমেদ হাওলাদার, জাতীয় পার্টি কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, ওমর ফারুক নান্না, শ্রমিক পার্টির নেতা আল আমিন খান, কাইউম শেখ, আলম, মো. লালন শেখ, বিধান মন্ডল।
এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহমেদ হাওলাদার জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জেআইএম

5 months ago
12









English (US) ·