যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ২০ জানুয়ারির মধ্যে যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যদি হামাস জিম্মিদের ফেরত না দেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। ২০ জানুয়ারি আমার দায়িত্ব গ্রহণের পরও যদি এই সমস্যা সমাধান না হয়, আমি শুধু এখন বলবো— সব এলোমেলো হয়ে যাবে।
সম্প্রতি ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভেন চার্লস উইটকফ মধ্যপ্রাচ্য সফর করে ফিরেছেন এবং তিনি জানান, মার্কিন জিম্মিদের মুক্তির আলোচনা ইতোমধ্যে অগ্রগতি লাভ করেছে।
উইটকফ বলেন, আমরা খুব শিগগিরই সফল হতে পারি। ২০ জানুয়ারির মধ্যে প্রেসিডেন্টের জন্য কিছু ভালো খবর নিয়ে আসা সম্ভব হবে।
এদিকে হামাসকে সতর্ক করে ট্রাম্প বলেন, এটা তাদের জন্যও ভালো হবে না, আর কারোর জন্যও ভালো হবে না। যদি জিম্মিরা ফেরত না আসে, তাহলে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা শুরু হবে।
তিনি আরও বলেন, হামাস দীর্ঘদিন ধরে জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
ট্রাম্প আরও বলেন, ৭ অক্টোবরের হামলার কথা কেউ ভুলে গেছে? অনেক মানুষ মারা গেছে। এখন জিম্মিরা আর জিম্মি নেই। আমি এমন অনেক মা-বাবার ফোন পাচ্ছি, যারা তাদের সন্তানদের মরদেহ ফিরিয়ে চাচ্ছেন।
তিনি এক তরুণী সম্পর্কে বলেন, একটি সুন্দরী ১৯ বা ২০ বছর বয়সী মেয়েকে সুস্থ্য অবস্থায় ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে বলা হয়েছিল সে মৃত।
উইটকফের প্রচেষ্টার প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি চাই না এই আলোচনা ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু যদি ২০ জানুয়ারির মধ্যে এটি সমাধান না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।