বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) এ অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং মহান মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পাশাপাশি দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব তারেক রহমানসহ সকল রাজনৈতিক নেতার সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি ডা. হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও ডা. রেজায়ানুর রহমান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢামেকসুর সাবেক ভিপি ডা. জাভেদ আহম্মেদ, ঢামেক ড্যাবের সহ-সভাপতি মীর রাশেখ আলম অভি, যুবদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ছাত্রদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডা. আহসান হাবিব, ডা. লিখন, ডা. শাওন, ডা. পাভেল, ডা. অভি, ডা. সুমন, ডা. রিয়াদ, ডা. লেমন, ডা. দীপু, ডা. সাজ্জাদ, ডা. শাহনেওয়াজ, ডা. আনোয়ার, ডা. সাদ ও ডা. রাসেল প্রমুখ।
মাহফিল সফলভাবে আয়োজনের জন্য ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের তরুণ চিকিৎসক ও শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করেছেন। সার্বিক সমন্বয় ও নেতৃত্বে ছিলেন ঢামেক ছাত্রদলের সভাপতি গোলাম মোর্শেদ সজীব, ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আশফি এবং মেশকাত শরীফ ভূইয়া। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
কাজী আল-আমিন/এমকেআর