টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে জিসান-আফিফের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
আগে ব্যাট করতে নেমে দলের হয়ে দারুণ এক ফিফটি হাঁকান ওপেনার জিসান আলম। ৩৮ বলে তার ব্যাট থেকে আসে ৫০ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে আফিফ হোসেন ধ্রুব দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ পেতে সাহায্য করেন।
ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’। দুই ওপেনার নাঈম শেখ এবং জিসান আলমের ব্যাটে চড়ে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। মারমুখি ব্যাটিংয়ে এগিয়েছেন জিসান। নাঈম এগোচ্ছিলেন স্বভাবসুলভ ধীর ব্যাটিংয়ে। ওপেনিং জুটি থেকে আসে ৪৮ রান।
১৭ বলে ১৫ রান করা নাঈমকে প্যাভিলিয়নে ফেরান ওয়াদিয়া। তিনে নেমে নাঈমের পথেই হেঁটেছেন সাইফ হাসান। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিসান। তরুণ এই ওপেনার সবমিলিয়ে ৩৮ বলে করেছেন ৫০ রান।
শেষ দিকে টর্নেডো চালিয়েছেন আফিফ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ২৩ বলে ৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে টিকে ছিলেন আফিফ। শেষ দিকে ইয়াসির আলি চৌধুরী অপরাজিত ছিলেন ১৫ বলে ২৫ রান করে।