জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতার জোড়া গরুর মেজবানি

3 months ago 8

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে জোড়া গরুর জবাই করে দেড় হাজার নেতাকর্মীকে খাবার খাইয়েছেন নোয়াখালীর বিএনপির নেতা মো. ফখরুল ইসলাম।

বুধবার (২৮ মে) দুপুরে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনের পাশে দোয়া ও আলোচনা সভা শেষে এ আয়োজন করা হয়। এতে পৌরসভা ও আট ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আয়োজক মো. ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতার জোড়া গরুর মেজবানি

অনুষ্ঠানে মো. ফখরুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো না। সেই নেতার আদর্শের দল বিএনপি নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন, আমাদের জনগণের কাছে যাওয়া উচিত। কিন্তু আমরা জিয়াউর রহমানের সেই আদর্শের সংগঠনকে পুঁজি করে চাঁদাবাজি, সন্ত্রাসী, বালু-মাটি বিক্রি, জমি দখলসহ কমিটি বাণিজ্যে মেতে উঠেছি। যা কারও জন্যই শুভ নয়।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিছু নেতার জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তারা টাকার জন্য মানুষের ওপর অন্যায় অত্যাচার শুরু করেছে। অনেকে এলাকায় নিজেকে ওবায়দুল কাদেরের ভাই পলাতক কাদের মির্জা রূপে আবির্ভূত হয়েছেন।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতার জোড়া গরুর মেজবানি

তিনি আরও বলেন, রাজনীতি করি মানুষের জন্য। আমি আমার পাশে কোনো চাঁদাবাজ, বালু-মাটি খেকোকে দেখতে চাই না। সংখ্যায় কম হলেও স্বচ্ছ নেতাকর্মী নিয়ে অতীতের মতো সামনের দিনগুলো পাড়ি দিতে চাই। কারণ যাদেরকে এলাকার সাধারণ জনগণ দেখতে পারে না, যাদের দেখলে মানুষ ভয় পায়, আর যাই হোক তাদের নিয়ে রাজনীতি করা যায় না।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে সভায় জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, যুবদল নেতা মেহেদী হাসান টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

ইকবাল হোসেন মজনু/এমএন/এএসএম

Read Entire Article