জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

3 months ago 12
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন।  বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের দিলখোশ হলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন কাজী আবুল বাসার এবং আবু মো. আহসানুল হাবীব।  এ সময় গয়েশ্বর চন্দ্র রায় শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগভরে স্মরণ করেন।  বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শহীদ রাষ্ট্রপতির আদর্শ ও অবদানের দিক তুলে ধরেন। বলেন, জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
Read Entire Article