জি৭ সম্মেলনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি

2 months ago 5

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ বছরের জি৭ সম্মেলনে এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছেছে। আন্তর্জাতিক কর সহযোগিতার অংশ হিসেবে তারা বড় করপোরেশনগুলোকে অতিরিক্ত চাপ থেকে রেহাই দিতে একমত হয়েছে। এ জন্য দেশ দুটি ‘সাইড-বাই-সাইড’ নামে একটি নতুন গ্লোবাল কর কাঠামো চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবিত কর আইনের বিতর্কিত অংশ সেকশন ৮৯৯ প্রত্যাহার করে নেয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের গত মেয়াদে সংযোজিত হয়েছিল। এই প্রত্যাহারকে আন্তর্জাতিক কর সহযোগিতার ক্ষেত্রে একটি ইতিবাচক বিষয় হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস জানান, এ সিদ্ধান্ত ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য ‘স্থায়িত্ব ও নিশ্চিততা’ এনে দেবে। তিনি কর কাঠামোর আরও স্বচ্ছতা ও ভারসাম্য আনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।

মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, এই চুক্তি বৈশ্বিক কর কাঠামোকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে সাহায্য করবে। বিশেষ করে, বেইস ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

যদিও জি৭ দেশগুলোর মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছে, তা এখন ওইসিডির ১৪৭টি সদস্য রাষ্ট্র এবং জি২০ আলোচনার মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চলতি বছরের ১৫ থেকে ১৭ জুন কানাডায় বসে ৫১তম জি৭ শীর্ষ সম্মেলন। 

Read Entire Article