জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম, বাসায় ফিরে মুশফিক ফারহান

1 day ago 5

কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতা মুশফিক আর ফারহানকে। শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আদাবরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

চিকিৎসা শেষে তিনি আজ (৯ জানুয়ারি) ছাড়া পেয়েছেন। বাসায় ফিরে তিনি তার অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘৬ দিন পর ফিরছি বাসায়। এই ৬ দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার! আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি। কি বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করো না, বেঁচে আছি ভাই!’

এ অভিনেতা আরও লেখেন, ‘আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগ প্রবণ মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে বাঁচতে হবে। এবারের যাত্রায় বাসায় ফিরছি। আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ-খবর নিয়মিত নিয়েছেন এই কদিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে। ভালোবাসা সবার জন্য।’

এমএমএফ/জেআইএম

Read Entire Article