জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ সাক্ষাৎ, জিরো লাইন পরিদর্শন

5 hours ago 4

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষের কর্মকর্তারা সীমান্তের জিরো লাইন পায়ে হেঁটে পরিদর্শন করেন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জীবননগর চ্যাংখালী সীমান্তে উভয় ব্যাটালিয়ন অধিনায়কের উপস্থিতিতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১২ জন এবং প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও স্টাফ অফিসারসহ ১২ জন অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি-বিএসএফ সৌহার্দপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সরেজমিনে সীমান্ত পিলার ৬৪/৪-এস, ৬৩/৫-এস, ৬৩/৬-এস ও ৬৩/৭-এসসহ ৩৪টি পিলার পরিদর্শন এবং পিলারগুলোর মধ্যবর্তী ৩ কিলোমিটার রাস্তা জিরো লাইন ধরে হেঁটে পরিদর্শন করেন। 

পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দপূর্ণ পরিবেশে ওই সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

Read Entire Article