মানুষের জীবনে বয়স শুধু একটি সংখ্যা নয়: এটি ঘরের গোলায় সোনালি ফসল রাখার মতো সময়ের দর্পণ, মূল্যবান কষ্টিপাথর, অভিজ্ঞতার ভান্ডার। প্রবীণরা সেই ভান্ডারের রক্ষক-যারা ইতিহাসের আলোয় দীপ্ত হয়ে নবীনদের সামনে পথ উন্মোচন করেন। কিন্তু আজকের বাংলাদেশে সেই আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। নবীনরা প্রযুক্তির ঝলকানিতে ব্যস্ত হয়ে প্রবীণদের থেকে দূরে সরে যাচ্ছে আর প্রবীণরা নিজেদেরকে পরিবারের বোঝা ভেবে নিঃসঙ্গ হয়ে... বিস্তারিত