জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

3 weeks ago 20
ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রির দুই মহাতারকা মিঠুন চক্রবর্তী ও রজনীকান্ত। যাদের আমরা সচরাচর মহাগুরু এবং থালাইভা নামেও চিনে থাকি। গুঞ্জন শোনা যাচ্ছে, এবার নাকি একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই মহারথী এরই মধ্যে দক্ষিণী অভিনেতা রজনীকান্ত ‘কুলি’ সিনেমা দিয়ে বক্স অফিসে পা রাখতেই হইচই পড়ে গেছে পুরো ইন্ডাস্ট্রিতে। একের পর এক রেকর্ড ভাঙছে তার এই ছবি। অন্যদিকে এ মুহূর্তে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার দ্বারা টেস্ট ম্যাচ খেলছেন মিঠুন চক্রবর্তী। আর ঠিক এই সময়ই ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ছবির সিক্যুয়েলেই দেখা যাবে রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তীকে। তবে এই খবর শোনা গেলেও, এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি মিঠুন ও রজনীকান্তের কেউই। উল্লেখ্য, এর আগে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত রেখা অভিনীত ‘ভ্রষ্টাচার’ সিনেমায় দেখা গিয়েছিল রজনীকান্ত ও মিঠুনকে। তবে এবার হয়তো বহু বছর পর ফের সিনেপর্দায় জাদু দেখাবেন এই দুই সুপারস্টার।
Read Entire Article