জুনের পর ক্লাবহারা হবেন মেসি-রোনালদোসহ একঝাঁক তারকা!

3 months ago 39

২০২৪-২৫ মৌসুম প্রায় শেষ। প্রতিটি দেশের লিগ শেষ হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাই কেবল বাকি। দু-একটি দেশের লিগের ম্যাচ বাকি থাকলেও তা চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহেই শেষ হয়ে যাবে। জুনে ক্লাব ফুটবল বিশ্বকাপ। এরপর ক্লাবগুলোতে চলবে ভাঙা-গড়ার খেলা। অনেকের চুক্তির মেয়াদ শেষ হবে, অনেকেই ক্লাব পরিবর্তন করে যাবেন অন্য কোনো ক্লাবে।

এবারও বেশ কিছু বড় বড় নাম তাদের বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হতে চলেছেন। এ তালিকায় রয়েছেন কেভিন ডি ব্রুইনা, লেরয় সানে, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলাররা, যারা ইউরোপ এবং বিশ্ব ফুটবলে তাদের দাপট দেখিয়ে যাচ্ছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো

আল নাসরের সঙ্গে রোনালদোর রেকর্ড-ব্রেকিং চুক্তি এই মৌসুমেই শেষ হতে যাচ্ছে। এ সুযোগে আরেক সৌদি ক্লাব আল হিলাল, যারা ক্লাব ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে, তাকে প্রস্তাব দেবে কি না সে বিষয়ে আলোচনা করছে।

এছাড়া ব্রাজিলের ক্লাব বোতাফোগোও আগ্রহ দেখিয়েছে। তবে তার উচ্চ পারিশ্রশমিকের কারণে অনেক ক্লাবের পক্ষে তাকে সই করানো কঠিন হবে। রোনালদোর বয়স এখন ৪১। এ অবস্থায়তার শারীরিক ফিটনেস এবং গোলস্কোরিং ক্ষমতা এখনও অতুলনীয়। এরআগে রোনালদো এক সময় বলেছিলেনম, সম্ভবত সৌদি আরবে তিনি ক্যারিয়ারের শেষ করবেন, যদিও স্পোর্টিং সিপির সঙ্গে একটি রোমান্টিক প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

লিওনেল মেসি

ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৫ সালের শেষে হবে। ক্লাবটি ইতোমধ্যে মেসির চুক্তি কমপক্ষে এক বছর বাড়ানোর জন্য আলোচনা চলছে। ইন্টার মিয়ামির হয়ে ৩৭ ম্যাচে ২৬ গোল এবং ২০টিরও বেশি অ্যাসিস্টের মাধ্যমে মেসি ইন্টার মিয়ামিকে এগিয়ে নিচ্ছেন। তবে চুক্তি নবায়ন না হলে তার শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েজে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। অথচ, ৩৮ বছর বয়সেও মেসি মাঠে তার জাদু দেখাতে সক্ষম।

কেভিন ডি ব্রুইনা

ম্যানচেস্টার সিটির কিংবদন্তি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাও আর ইত্তিহাদ স্টেডিয়ামে থাকছেন না। এরই মধ্যে বিদায় নিয়ে ফেলেছেন তিনি। ডি ব্রুইনাকে পেতে উঠে পড়ে লেগেছে এমএলএস ক্লাব শিকাগো ফায়ার, সৌদি ক্লাব এবং ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান মিডফিল্ডার ৬৫১ ম্যাচে ১৫৫ গোল এবং ২৬১টি অ্যাসিস্ট করেছেন।

লেরয় সানে

বায়ার্ন মিউনিখের জার্মান উইঙ্গার লেরয় সানে এই মৌসুমে ছিলেন চরম অধারাবাহিক। যার ফলে তার সঙ্গে নতুন করে চুক্তি করেনি বায়ার্ন। ২৮ বছর বয়সী এই তারকা ২২০ ম্যাচে ৬১ গোল করেছেন। ইতালিয়ান ক্লাব ন্যাপোলি তাকে নিতে আগ্রহী। অন্যদিকে আর্সেনাল এবং লিভারপুলও তার গতিবিধি পর্যবেক্ষণ করছে।

অন্যান্য তারকা

এখনও পর্যন্ত ফ্রি এজেন্ট হওয়ার তালিকায় রয়েছেন লিভারপুলের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। যিনি এরই মধ্যে লিভারপুলকে বিদায় বলে দিয়েছেন এবং রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া প্রায় নিশ্চিত তার। এছাড়া বায়ার লেভারকুসেনের জোনাথন তাহ ফ্রি এজেন্ট হয়ে গেছেন। তিনি বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পথে।

ফরাসি ক্লাব লিলের অ্যাঞ্জেল গোমেজ এবং জোনাথন ডেভিডের মতো তরুণ প্রতিভারাও নতুন মৌসুমের আগে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এবং তাদের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম এবং অন্য ক্লাবগুলোও আগ্রহী।

আইএইচএস/

Read Entire Article