জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে এ্যাব’র প্রকৌশলীদের ভিন্নরকম আয়োজন

2 days ago 13

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যোদ্ধাদের নিয়ে ভিন্নরকম ঈদ আয়োজন করেছে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ্যাব’র সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা ঈদের দিন সোমবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত সহযোদ্ধাদের মাঝে ঈদের উপহার বিতরণ করেন। দুই হাসপাতালে পৃথকভাবে মোট ১৬০ জনের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এ্যাবের সদস্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সাবেক সহসভাপতি প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম (সিআইপি), প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী এটিএম তানভিরুল হাসান তমাল, সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, সাবেক প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অন্যদের মধ্যে প্রকৌশলী মঞ্জুর আলী, প্রকৌশলী বিজু বড়ুয়া, প্রকৌশলী, আইনুল কবির, প্রকৌশলী মো. আরিফুল হক, প্রকৌশলী রাজীব শেখ, প্রকৌশলী মো. শাহীন হাওলাদার, প্রকৌশলী শেখ আহমদ, প্রকৌশলী শফিউল আজিম ফাহিম, প্রকৌশলী নাজমুল হোসেন, প্রকৌশলী মো. মিনহাজ, প্রকৌশলী আকিব জাফর, প্রকৌশলী রিয়াদুস সালেহীন সাদি, প্রকৌশলী মহিউদ্দিন সেলিম, প্রকৌশলী বাহার, প্রকৌশলী জাকির, প্রকৌশলী শফিউল ইসলাম খোকা, প্রকৌশলী আবু হানিফ, প্রকৌশলী আশিকুর রহমান, প্রকৌশলী সাজ্জাদ, প্রকৌশলী সাইফুর রহমান, প্রকৌশলী দিপু, প্রকৌশলী হাফিজুর রহমান, প্রকৌশলী সিয়াম, প্রকৌশলী রিজনসহ এ্যাবের বিভিন্ন নেতারা।

Read Entire Article