জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ‘ল্যাক্রোস প্রদর্শনী খেলা’ অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ‘ল্যাক্রোস প্রদর্শনী খেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার এপিবিএন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। খেলাটির উদ্বোধন করেন জুলাইয়ে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম. কফিল উদ্দিন আহমেদ। এ ছাড়া এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলোয়াড়দের খেলা অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। এই প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উৎসাহ ছিল লক্ষণীয়।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দিনটিকে স্মরণীয় করে রাখতে ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।