জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করা হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি পাঠ করেন।
এসময় মঞ্চে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন- শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শামন্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর), হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস।
অতিথি সারিতে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিরা।
ঘোষণাপত্রে ১-১৬ নম্বর পয়েন্ট পর্যন্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রীয় শাসনব্যবস্থা এবং ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের ওপর ভিত্তি করে ১৬টি প্রধান ‘যেহেতু’ যুক্তির মাধ্যমে বর্তমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সামাজিক অবস্থান তুলে ধরা হয়েছে।
বিস্তারিত আসছে...