জুলাই থেকে কলেজ শিক্ষকদের বদলি অনলাইনে

2 months ago 23

আগামী জুলাই মাস থেকে কলেজ শিক্ষকদের বদলি সম্পূর্ণ অনলাইনে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষা উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক অনুমোদনের মতো কাজে যেন শিক্ষকরা হয়রানির শিকার না হন, এই প্রক্রিয়াগুলো আরও সহজ স্বচ্ছ করা হচ্ছে। আগামী জুলাই থেকে কলেজে অনলাইন বদলি ব্যবস্থা চালু হচ্ছে। এরই মধ্যে যার ডামি প্রেজেন্টেশন এখানে হয়েছে। বিশেষজ্ঞদের সেখানে রাখা হয়েছিল।

উপদেষ্টা বলেন, আমরা মনে করি এতে শিক্ষকদের বদলির অনেক সমস্যা দূর করা যাবে। এখানে সাবজেক্টিভ এলিমেন্ট প্রশাসকরা যাতে তাদের ইচ্ছামতো না করে নিয়ম-নীতির মধ্যে... একেবারেই শক্ত একটা ব্যবস্থা আমরা চালু করতে পারব ১ জুলাই থেকে। একইভাবে আমরা স্কুল পর্যায়ে শিক্ষকদের বদলির সেই ব্যবস্থা আমরা কয়েক মাসের মধ্যে চালু করব।

শিক্ষকদের বদলি ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল করা যথেষ্ট সম্ভব। সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি শিক্ষকরা। তারা শুধু পাঠদানের জন্য নন, তারাই হলেন নেতৃত্ব, মূল্যবোধ এবং নতুন প্রজন্ম গঠনের কারিগর। এই বিশ্বাস থেকে আমরা শিক্ষকদের রূপান্তরের কেন্দ্রে রাখতে চাই। আমরা চাই এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে, যেখানে শিক্ষকরা স্বীকৃতি মর্যাদা এবং পেশাগত স্বাধীনতা পাবেন।

তিনি বলেন, শিক্ষকরা যাতে নীতি নির্ধারণী ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও নেতৃত্ব দেওয়ার সুযোগ পান সেই ব্যবস্থা করতে আমরা চেষ্টা করব।

অভিযোগ আছে শিক্ষা মন্ত্রণালয়ে এসে শিক্ষকরা অসম্মানিত হন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চৌধুরী রফিকুল আবরার বলেন, কাউকে অসম্মান করার বিষয়ে আমরা জিরো টলারেন্স।

আরএমএম/এমআইএইচএস/এমএস

Read Entire Article