জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ১ জুলাই থেকে ৩৬ জুলাই বা ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা পালন করছে সরকার। পরবর্তী কর্মসূচি পালন করা হবে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই)।
ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবসগুলো পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত এ সংক্রান্ত জাতীয় কমিটি এ কর্মসূচিগুলো অনুমোদন দিয়েছে। সেই প্রেক্ষাপটে কর্মসূচিগুলো পালনের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্ধারিত অনুষ্ঠানমালা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার বাংলাদেশের নাগরিকদের ওপর অবৈধ আওয়ামী শাসন আমলের জুলুম, অত্যাচার ও জুলাই গণহত্যা নিয়ে দশটি পোস্টার প্রকাশ করা হবে। এছাড়া ওইদিন জুলাই আন্দোলনের দিনগুলোর স্মৃতি ফিরিয়ে আনার জন্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ ফেসবুকে যে পোস্ট দিয়েছিল সেই পোস্টগুলো #OneYearOfJulyUprising হ্যাশট্যাগ দিয়ে পুনরায় পোস্ট করার আহ্বান জানিয়ে টিভিসি প্রচার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ টিভিসিটি প্রচার করা হবে।
- আরও পড়ুন
- বাংলাদেশে সাংস্কৃতিক পুনর্জাগরণ, এক নতুন দিগন্ত: প্রেস সচিব
- অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন
একই সঙ্গে জুলাইয়ের সব অংশীজনদের ফেসবুক পেজে টিভিসি প্রচারের আহ্বানের পাশাপাশি সরকারি-বেসরকারি টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে এ বিষয়ে প্রচারণা চালানো হবে বৃহস্পতিবার।
আরএমএম/এমএএইচ/এএসএম