জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্বীকৃতিসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ

5 hours ago 5
বগুড়ায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্বীকৃতিসহ ৭ দফা বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহদী।  লিফলেট বিতরণের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র চাই। এটার জন্যই আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে। তারই ধারাবাহিকতায় ২০২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে তার দালিলিক ভিত্তি হবে এ ঘোষণাপত্র। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার দাবি জানান।  এ ছাড়া কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবির পক্ষে জনমত গঠনের জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম করা হয়েছে। সেই ফ্যাসিবাদকে রুখে দিতে ছাত্রদের নেতৃত্বে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান ঘটেছে। এজন্য শিগগিরই জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানান তারা। বগুড়া পুলিশ প্লাজার সামনে থেকে শুরু করে শহরের নবাববাড়ি রোড, কাঁঠালতলা, থানা মোড়, সাতমাথা, ইয়াকুবিয়া মোড়, জ্বলেশ্বরীতলায় লিফলেট বিতরণ করেন। এ সময় আরও উপস্থিতি ছিলেন- জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, খন্দকার মিদুল হোসাইন, জিয়াউর রহমান, ডা. আব্দুল্লাহ আল সানী, অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীম, মতিউর রহমান পিটু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার সমন্বয়ক মাহমুদুল হাসান, এএমজেড শাহরিয়ার জুহিন, সাকিব খান, রাব্বী, হাসান মোল্লা, জোবায়ের প্রমুখ।
Read Entire Article