জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইবিতে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা

4 days ago 4

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি এ আয়োজন করে।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এতে জুলাই বিপ্লব সংক্রান্ত ও সাম্প্রতিক বিষয়ের ওপর বহুনির্বাচনী প্রশ্ন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনজনসহ অংশ নেওয়া সবাইকে পুরস্কৃত করা হয়।

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইবিতে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি (আইপিপি) মুনজুরুল ইসলাম নাহিদ। ক্লাবের সভাপতি দিদারুল ইসলাম রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইবিতে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা

প্রতিযোগিতায় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন প্রথম, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মনসুর দ্বিতীয় এবং আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট শিক্ষার্থীদের মাঝে জাগরুক রাখতে রোটার‌্যাক্ট ক্লাবের এ আয়োজন প্রশংসনীয়। এ বিপ্লবে শহীদরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন, আমরা তাদের সেই উত্তরাধিকারী। তাদের রেখে যাওয়া কাজ ও দেখানো পথ অনুযায়ী আমরা যেন চলতে পারি, সে বিষয়ে আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ থাকবো।

মুনজুরুল ইসলাম/এসআর/এমএস

Read Entire Article