জুলাই বিপ্লবের ইমাম শহীদ আবু সাঈদ: সাদিক কায়েম

3 hours ago 4

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, শহীদ আবু সাঈদ হলেন জুলাই বিপ্লবের নেতা। তিনি শহীদদেরও নেতা।

ঢাবি ছাত্রদলের এক নেতা আবু সাঈদকে নিয়ে কটূক্তি করেছেন, এমন স্ক্রিনশট গতকাল ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপর নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এ কথা বলেছেন সাদিক কায়েম।

সাদিক কায়েম লিখেছেন, শহীদ আবু সাঈদ—জুলাই বিপ্লবের ইমাম, শহীদদেরও ইমাম। গুলির সামনে বুক চিতিয়ে, দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এক অমর প্রতীক। তার শাহাদাতের বিনিময়ে আমরা পেয়েছি ফতহে গণভবনের নিশানা।

শহীদদের মর্যাদা সর্বোচ্চ স্থানে। যারা আবু সাঈদের মতো বীরদের নিয়ে ঠাট্টা-তামাশা করে তাদের চিন্তায় পচন ধরেছে।

যদি-কিন্তু ছাড়া আমরা শহীদদের সম্মানের জায়গায় আপসহীন। হোক আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান কিংবা রিয়া গোপ।

এমএইচআর/এমএস

Read Entire Article