জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

8 hours ago 5

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় তোফায়েল আহমেদ নামের এক যুবককে চিংড়ি ঘের থেকে অপহরণ করে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানের শহিদ তানভীর সিদ্দিকীর চাচা। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। তিনি জানান, কালারমারছড়ায় একজনকে সন্ত্রাসীরা খুন করেছে বলে অভিযোগ পেয়েছেন। নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আসামিদের আটকের চেষ্টা চলমান রয়েছে।

নিহতের পরিবার জানায়, তোফায়েল আহমেদ কালারমারছড়ার পশ্চিমে আটজনা ও পনেরজনা চিংড়ি ঘেরে ছিলেন। রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাছ লুটের পাশাপাশি তোফায়েলকে অপহরণ করে নিয়ে যায়। সকালে কালারমারছড়া কালুরব্রিজ সংলগ্ন বাঁশের ঝোপে তোফায়েলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার পরবর্তী শাস্তি নিশ্চিতের দাবি জানায় নিহতের পরিবার।

Read Entire Article