জুলাই যোদ্ধা শহীদ সেলিম হোসেন সড়কের নামফলক উন্মোচন

1 month ago 11

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে ‘জুলাই যোদ্ধা শহীদ সেলিম হোসেন সড়ক’ -এর নামফলক উন্মোচন করা হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) কলেজ চত্বরে এ নামফলক উন্মোচন করেন অধ্যক্ষ শওকত আলম মীর। 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। 

২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরের সাতমাথা এলাকায় গণঅভ্যুত্থানে নিহত হন সেলিম হোসেন। তিনি শিবগঞ্জ উপজেলার পালিকান্দার গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

শহীদ সেলিমের স্মরণে এই সড়ক যেন তার ত্যাগের স্মারক হয়ে থাকে— এই প্রত্যাশাই করছেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।

Read Entire Article