জুলাই যোদ্ধাদের ত্যাগে ভোটাধিকার ফিরেছে : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তবে আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশাবাদী। শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি। মেজর হাফিজ বলেন, জুলাই যোদ্ধারা দেশের মাফিয়া সরকারকে বিদায় করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেছেন। এর ফলে সাধারণ মানুষ আবারও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তারেক রহমান যে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন, সেই পরিকল্পনার আওতায় ৩১ দফাসহ দেশের সার্বিক উন্নয়ন ও সব শ্রেণির মানুষের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থ

জুলাই যোদ্ধাদের ত্যাগে ভোটাধিকার ফিরেছে : মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তবে আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশাবাদী। শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি। মেজর হাফিজ বলেন, জুলাই যোদ্ধারা দেশের মাফিয়া সরকারকে বিদায় করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেছেন। এর ফলে সাধারণ মানুষ আবারও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তারেক রহমান যে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন, সেই পরিকল্পনার আওতায় ৩১ দফাসহ দেশের সার্বিক উন্নয়ন ও সব শ্রেণির মানুষের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে। এ সময় তিনি জনগণের প্রতি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow