জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

1 month ago 15

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশেষ দোয়া মাহফিল আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ আগস্ট) বাদ জোহর ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবন সংলগ্ন মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। পরে সড়ক ভবনের সামনে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হকসহ মন্ত্রণালয় ও সওজ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অতিথিরা জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন। ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার এ সময় উপস্থিত ছিলেন।

এমইউ/কেএসআর

Read Entire Article