জুলাই শুধু বিপ্লবের না, এটি হান্নান মাসউদের মতো কিছু ধান্দাবাজের কপাল খোলার মাস বলে মন্তব্য করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। বুধবার (২ জুলাই) নিজের ভেরিফেয়ড ফেসবুক পেজে এনসিপি নেতা হান্নান মাসউদের একটি ছবি পোস্ট করে তিনি এসব কথা বলেন।
জাওয়াদ নির্ঝর বলেন, আপনারা জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং স্বঘোষিত বন্দরবন্ধু মংলাবন্ধু হান্নান মাসুদের প্রোফাইলে গিয়ে একটু স্ক্রল করলে, একটা জিনিস চোখে পড়বে।... বিস্তারিত