জুলাই সনদ-বিচারের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে এনসিপি

3 months ago 65

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৭ জুন) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১৯ জুন) জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে স্ব-স্ব কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন নির্দেশনা প্রদান করেছেন।

আরও বলা হয়, সভা শেষে জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

এনএস/এসএনআর/জেআইএম

Read Entire Article