‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ শিরোনামে ডকুমেন্টারি প্রকাশ

1 month ago 6

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ শিরোনামে প্রথম ডকুমেন্টারি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, ‘বাবার কাঁধে ছেলের লাশ… যে বহন করেছে সেই জানে’- এমন কথা বলেছিলেন শহীদ মিরাজ হোসেনের বাবা। জুলাইয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শত শত বাবা। ফ‍্যাসিবাদ থেকে মুক্তির সংগ্রামে এভাবে নিরস্ত্র ছাত্র-জনতাকে হত‍্যা করেছেন শেখ হাসিনা।

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ শিরোনামে এমন বেশ কয়েকটি ডুকেমেন্টরি তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মর্মস্পর্শী এসব বর্ণনার প্রথম ডকুমেন্টারি প্রকাশ হলো আজ।

এমইউ/কেএসআর

Read Entire Article