জেনেভা ক্যাম্পে পেশাদার ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

3 hours ago 3

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য জানান।

তিনি জানান, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশের টিম আড়াই ঘণ্টা ধরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জেনেভা ক্যাম্পে পেশাদার ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

গ্রেফতারদের মধ্যে রয়েছে- মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article