নোভাক জকোভিচ টেনিস ইতিহাসে আরেকটি মাইলফলক ছুঁলেন। গত পরশু জেনেভা ওপেনের ফাইনালে হুবার্ট হুরকাচকে হারিয়ে ক্যারিয়ারের ১০০তম একক শিরোপা জিতেছেন বিশ্বের অন্যতম সফল এই সার্ভিয়ান টেনিস তারকা। এ পুরস্কার হাতে নিয়ে কোর্টে দাঁড়ানো জকোভিচের পেছনে জেনেভায় উড়েছিল সোনালি রঙের তিনটি বেলুন-যাতে লেখা ছিল '১-০-০'।
শততম শিরোপা জয় উদযাপন এমনটাই হওয়ার কথা। এবার তার লক্ষ্য ফ্রেঞ্চ ওপেন যা শুরু হয়েছে গতকাল... বিস্তারিত